প্রধান শিক্ষক



বিসমিল্লাহীর রাহমানির রাহিম,

সৃষ্টির মহার কল্যাণ কর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর । গোবিন্দগঞ্জ উপজেলার শেষ পশ্চিম প্রান্তে অজো পাড়া গায়ে নিভূত পল্লী এলাকায় অবস্থিত এই দামগাড়ী  উচ্চ বিদ্যালয় । বিখ্যাত দার্শনিকে নেপলিয়ান বলেছিলেন আমাকে শিক্ষিত লোক দাও আমি আপনাদেরকে একটি শিক্ষিত জাতি দিব । তাঁরই সুত্র ধরে এই প্রতিষ্ঠানটির জন্ম। অত্র এলাকায় শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই । ৭০ এর দশকে শিক্ষার জন্য অনেক দুরে যেতে হতো-সেই অবস্থানে লেখাপড়ার সুযোগ পেত ১% থেকে ৫% এর মতো । তাই এই এলাকায় শিক্ষাকে ১০০% উন্নতির লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ০১/০১/১৯৭৩ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে হাটি হাটি পা পা করে চলতে চলতে এখন প্রায়  শিক্ষার হার ৭০% থেকে ৮০% দাড়িয়েছে । মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ আবুল কালাম আজাদ মহোদয়ের প্রচেষ্টায় মাটির দেয়ালের জরাজীর্ণ প্রতিষ্ঠনটি এখন জরাজীর্ণ তা কাটিয়ে একটি আদর্শ প্রতিষ্ঠানের দিকে এগিয়ে যাচ্ছে । বর্তমানে প্রতিষ্ঠানটি  ইউনিয়ন পরিষেদের দামগাড়ী গ্রামে মনোমুগ্ধকর প্রাকৃতিক নিলাভূমির উপরে অবস্থিত।